ভাঙ্গায় ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, যাত্রীরা নিরাপদ

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 10, 2025 - 23:23
 0  2
ভাঙ্গায় ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, যাত্রীরা নিরাপদ

ফরিদপুরের ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেসের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে ১৪ ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা থেকে খুলনাগামী ট্রেনটি শুক্রবার (৯ মে) রাত ৯টা ১০ মিনিটে ভাঙ্গা জংশনের আউটার সিগনালে লাইনচ্যুত হয়।

ট্রেনটির সামনের ইঞ্জিন ও লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়ে এক লাইন থেকে অন্য লাইনে উঠে যায়। দুর্ঘটনার কারণে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলপথ স্বাভাবিক করতে রাজবাড়ী ও ঢাকা থেকে দুটি উদ্ধারকারী ট্রেন রাতেই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। শনিবার সকাল ৮টা থেকে উদ্ধারকর্মী, রেলপুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্রেনের সাহায্যে লাইনচ্যুত বগিটি সরানোর কাজ শুরু করেন।

ট্রেনে থাকা যাত্রীরা রাতেই নিরাপদে বিভিন্ন গন্তব্যে চলে যান। পরে পৌনে ১১টার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটি ১ নম্বর লাইন থেকে সরানো হয়। এরপর ২ নম্বর লেন দিয়ে ট্রেন চলাচল উপযোগী করা হয়।

ভাঙ্গা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, “জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশন থেকে বের হওয়ার কিছু দূরেই ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow