ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় মিম আক্তার (১৮) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিম আক্তার সৌদি প্রবাসী হৃদয় গাজীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে দশটার দিকে রাতের খাবার শেষে প্রতিবেশী ননদের মেয়ে আনিসাকে সঙ্গে নিয়ে নিজ কক্ষে ঘুমাতে যান মিম। সোমবার ভোরে আনিসা ঘুম থেকে উঠে দেখতে পান—মিম ঘরের পূর্ব পাশের বারান্দায় আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। পরে ভাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দেড় বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে মিম আক্তারের সঙ্গে সৌদি প্রবাসী হৃদয় গাজীর বিয়ে হয়। বিয়ের পর থেকে হৃদয় দেশে ফেরেননি। মিমের শ্বশুর ঢাকায় বসবাস করেন এবং শাশুড়ি কিছুদিন আগে চিকিৎসার জন্য ঢাকায় গেছেন। ঘটনার সময় বাড়িতে পরিবারের আর কেউ ছিল না।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আজাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
What's Your Reaction?






