নির্মাণাধীন ভবনের ছাদে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানি ইউনিয়নে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে মানসুরা আক্তার (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় থানা সংলগ্ন সুভাষ মণ্ডলের বাড়ির ছাদের রডে কাপড় শুকানোর দড়িতে ওড়না প্যাঁচানো অবস্থায় ওই ছাত্রীর মরদেহ পাওয়া যায়। মানসুরা উপজেলার কালাইয়া গ্রামের খলিল হাওলাদারের মেয়ে ও সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার দিন সে তার নানাবাড়ি শহিদুল বেপারীর বাড়িতে ছিল।
পরিবার জানায়, প্রতিদিনের মতো সকাল থেকে খেলাধুলা শেষে দুপুরে খেয়ে ফের বাইরে যায়। বিকেলে প্রতিবেশী মৌসুমী আক্তার ছাদে কাপড় শুকাতে গিয়ে মেয়েটিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে পরিবার ও পুলিশে খবর দেওয়া হয়।
জিয়ানগর থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, না অন্য কিছু—ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। আপাতত একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে।”
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ