নওগাঁয় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি'সহ ২ জনের জামিন নামঞ্জুর

নওগাঁয় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এ কে সাজুর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি কনকসহ দুইজনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহাদেবপুর আমলী আদালতের বিচারক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ এই আদেশ দেন এবং আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে প্রেরিত অন্য আসামি হলেন মামলার ৮ নম্বর আসামি মোকাব্বের হোসেন। কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিকের ওপর হামলার এই মামলায় মোট ১০ জনকে আসামি করা হয়েছিল। বুধবার প্রধান আসামি কনক ও মোকাব্বের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা খারিজ করে দেন। এর আগেও এই মামলায় আরও দুজন আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিকেলে মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক এ কে সাজুকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মহাদেবপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
এই হামলার ঘটনার পর নওগাঁয় কর্মরত সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলাকারী দলিল লেখক ও দালাল চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচিও পালিত হয়।
What's Your Reaction?






