দুর্গাপুরে প্যানেল চেয়ারম্যান পদ নিয়ে দ্বন্দ্ব, গোপন ভোটে রুপালী খাতুন নির্বাচিত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ইউপি সদস্যদের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় প্রশাসনিক পরিবেশও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে জয়নগর ইউনিয়ন পরিষদের ১২ সদস্যের গোপন ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নারী ইউপি সদস্য রুপালী খাতুন ৭ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-৩ পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন পেয়েছেন ৫ ভোট।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান আওয়ামী লীগের পদে থাকায় বর্তমানে পদচ্যুত হয়ে রয়েছেন। ফলে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান মুনছুর রহমান দায়িত্ব গ্রহণ করেন। তবে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে, প্যানেল চেয়ারম্যান-২ রাকিবুল ইসলামও অপারগতা প্রকাশ করেন। এতে গত ১০ জুলাই প্যানেল চেয়ারম্যান-৩ হিসেবে নারী ইউপি সদস্য রুপালী খাতুনের ওপর দায়িত্ব অর্পণ করা হয়।
এ সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে কয়েকজন ইউপি সদস্য রুপালীর বিরুদ্ধে অনাস্থা এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন। বিষয়টি নিয়ে ইউএনও সাবরিনা শারমিন সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পর গোপন ভোটের ব্যবস্থা নেন।
ভোট চলাকালে আনোয়ার হোসেনের সমর্থকরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলেও প্রশাসনের তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ইউপি সদস্য আনোয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, “সংকট নিরসন ও পরিষদের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে আমরা সক্রিয় রয়েছি। ইউপি সদস্যদের উপস্থিতিতে মতামত গ্রহণ করা হয়েছে। আশা করছি, দ্রুতই এই সংকট কাটিয়ে উঠতে পারব।”
স্থানীয়রা বলছেন, ইউনিয়নের স্বার্থে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিয়ে এ বিরোধের অবসান জরুরি।
What's Your Reaction?






