‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাপার হামলা

নিজস্ব প্রতিবেদকঃ
Aug 29, 2025 - 22:21
 0  2
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাপার হামলা

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর কাকরাইল এলাকা। জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে প্রথমে জাপা কর্মীদের এবং পরে পুলিশের সংঘর্ষ বাধে। আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া ১০ মিনিটের আল্টিমেটাম উপেক্ষা করায় ব্যাপক লাঠিচার্জ করা হয়। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হলে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের টহল টিম ঘটনাস্থলে আসে। সেনাবাহিনী এসে প্রথমে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয় এবং পুলিশ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা স্থান ত্যাগ না করায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক লাঠিচার্জ শুরু করে। এতে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সহকর্মীরা নুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়। গণ অধিকার পরিষদের একটি মিছিল জাপা কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় প্রথম দফা সংঘর্ষ বাধে। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণ অধিকার পরিষদের কর্মীরাই প্রথম তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পাল্টা অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টির কার্যালয় থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দেওয়া হয়েছিল।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক সময় সংবাদকে বলেন, "সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাকরাইল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow