শুধু প্রতিশ্রুতি নয়, বৃক্ষরোপণ ও সহায়তা দিয়েই শুরু হলো ‘উই রাইজ রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন’-এর যাত্রা

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Aug 29, 2025 - 23:00
 0  1
শুধু প্রতিশ্রুতি নয়, বৃক্ষরোপণ ও সহায়তা দিয়েই শুরু হলো ‘উই রাইজ রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন’-এর যাত্রা

একদিকে সবুজের সমারোহে প্রকৃতিকে সাজানোর প্রয়াস, অন্যদিকে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার। এই মহৎ দুটি লক্ষ্যকে সামনে রেখে পিরোজপুরের কলাখালীতে যাত্রা শুরু করলো সামাজিক উন্নয়নমূলক সংস্থা "উই রাইজ রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন"।

শুক্রবার (২৯ আগস্ট) কলাখালী বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও শতাধিক দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সংস্থাটি তাদের পথচলা শুরু করে। ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট দুলাল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে এই মানবিক আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এর প্রতিষ্ঠাতা সভাপতি কামাল খান। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আলাউদ্দিন খান, কোষাধ্যক্ষ কিবরিয়া খান, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য হ্যাপি আক্তার, ইউপি সদস্য মাসুম কাজী ও জুলফিকার খান, প্রধান শিক্ষক কবির হোসেন হাওলাদারসহ নির্বাহী সদস্যরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, "উই রাইজ ফাউন্ডেশন কোনো গতানুগতিক সংস্থা নয়, এটি পিরোজপুরের প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নের একটি আন্দোলন। আমরা শুধু এককালীন সহায়তা নয়, প্রতি মাসে বাছাইকৃত হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মান পরিবর্তনে কাজ করতে চাই।"

আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের উদ্বোধনী কার্যক্রম হিসেবে প্রায় শতাধিক দুঃস্থ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি, এলাকার স্কুল, মসজিদ, মাদ্রাসা প্রাঙ্গণ ও সড়কের পাশে কয়েক শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে সবুজায়নের এক অনন্য উদ্যোগ নেওয়া হয়। এই দ্বৈত উদ্যোগে উপস্থিত সবাই ভূয়সী প্রশংসা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow