জমির লোভে বৃদ্ধকে বেধড়ক পেটালেন বাবা-ছেলে

রাশেদুল ইসলাম, সুবর্ণচর প্রতিনিধি, নোয়াখালীঃ
Jul 27, 2025 - 19:39
 0  9
জমির লোভে বৃদ্ধকে বেধড়ক পেটালেন বাবা-ছেলে

নোয়াখালীর সুবর্ণচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ও তার দুই ছেলের বিরুদ্ধে। ভুক্তভোগীর জমির আইল ভেঙে জোরপূর্বক পিলার স্থাপনের প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে জানা গেছে। এই ঘটনায় ভুক্তভোগী ইসরাফিল (মানিক) বাদী হয়ে চর জব্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। অভিযুক্তরা হলেন স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়নের কামাল হোসেন ওরফে খিচা কামাল এবং তার দুই ছেলে ফরহাদ ও রাহাত।

ভুক্তভোগী ইসরাফিল জানান, ওয়ারিশসূত্রে পাওয়া তিন একর জমি তারা গত ২১ বছর ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু অভিযুক্ত কামাল সম্প্রতি সেই জমির ২০ শতক নিজের বলে দাবি করে বিরোধ সৃষ্টি করছেন এবং জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন।

তিনি অভিযোগ করে বলেন, "ঘটনার দিন সকালে কামাল, তার দুই ছেলেসহ অজ্ঞাত কয়েকজন আমার জমিতে এসে আইল ভেঙে ফেলে এবং জোর করে দুটি পিলার বসিয়ে দেয়। আমি তাদের জিজ্ঞেস করতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি জমির আইল ভাঙার কারণ জানতে চাইলে তারা আমাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে।"

তিনি আরও বলেন, "আমার চিৎকারে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে, এই জায়গা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলবে।" ইসরাফিলের দাবি, অভিযুক্ত কামাল কেন্দ্রীয় বিএনপির এক নেতার আত্মীয় হওয়ায় তার প্রভাব খাটিয়ে এলাকায় এসব অপকর্ম করে বেড়াচ্ছেন।

ভুক্তভোগীর ছেলে দিদার জানান, খবর পেয়ে তারা তার বাবাকে আহত অবস্থায় উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

রহমত উল্যাহ মার্কেটের এক ব্যবসায়ী রুবেল বলেন, "কামালের ছেলে ফরহাদের অপকর্মের শেষ নেই। সে এর আগেও ৫-৬ জনকে পিটিয়ে আহত করেছে। আমরা এর বিচার চাই।"

এদিকে, অভিযোগের বিষয়ে খিচা কামালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জমি সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করে বলেন, "সে আমার কাগজের জমি দখল করেছে। জমির আইল নিয়ে আমার ছেলের সাথে তার একটু বাড়াবাড়ি হয়েছে।" এই বলেই তিনি কল কেটে দেন। এরপর একাধিকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, "আমাদের সামনেই খিচা কামালের ছেলে লাল মানিককে (ইসরাফিল) মারধর করেছে। মারের চোটে তিনি জমির আইলের ওপর শুয়ে পড়েন।"

এ বিষয়ে চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow