জনগণকে সাথে নিয়েই ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে

ইসলামকে একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে জনগণের মাঝে থেকে কাজ করতে হবে—এই অভিমত ব্যক্ত করেছেন রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আমীর আবদুল আলীম।
শুক্রবার (২৩ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই অঞ্চলের আয়োজনে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, “ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানবতার কল্যাণে, ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিবাদে মুসলিমদের সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “যেকোনো আদর্শ বাস্তবায়নের জন্য চাই একদল আদর্শবাদী, সৎ ও নিবেদিতপ্রাণ কর্মী—যারা প্রতিটি মুহূর্তে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। নিজেদের যোগ্যতা, সততা ও সমাজসেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করলেই ইসলামের পূর্ণ রূপ সমাজে বাস্তবায়ন সম্ভব।”
কাপ্তাই উপজেলা আমীর মুহাম্মদ হারুনুর রশীদের পরিচালনায় ও চন্দ্রঘোনা থানা আমীর আহনাফ বাশীরের ব্যবস্থাপনায় আয়োজিত এ শিবিরে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জামায়াতের চট্টগ্রাম জেলা দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মোহাম্মদ নো’মান, রাঙামাটি জেলার নায়েবে আমীর উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মনছুরুল হক এবং শূরা ও কর্মপরিষদ সদস্য আবু তানভির প্রমুখ।
শিবিরে দাওয়াতি কৌশল, আদর্শিক চেতনা ও সাংগঠনিক দায়িত্ববোধ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয় বলে আয়োজকেরা জানিয়েছেন।
What's Your Reaction?






