ঈদের ছুটিতে এসে প্রাণ গেল প্রবাসীর

শাহাবউদ্দিন আহমেদ, আখাউরা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
May 23, 2025 - 22:37
May 23, 2025 - 22:38
 0  4
ঈদের ছুটিতে এসে প্রাণ গেল প্রবাসীর

আসন্ন কোরবানির ঈদ উদযাপন করতে ছুটিতে দেশে ফিরে এসেছিলেন দুবাইপ্রবাসী মো. মুজিবুর রহমান (৬৫)। কিন্তু ঈদের আনন্দ আর দেখা হলো না—নিজ বাড়িতে কাঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২৩ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত মুজিবুর রহমান ওই গ্রামের প্রয়াত আলী আজগর মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুজিবুর রহমান দুপুরে বাড়ির উঠানে থাকা একটি গাছ থেকে কাঠাল পাড়ছিলেন। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারে অসাবধানতাবশতঃ তিনি স্পর্শ করলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘদিন ধরে তিনি দুবাইয়ে কর্মরত ছিলেন। কোরবানির ঈদ উপলক্ষে কয়েকদিন আগে তিনি দেশে ফিরেছিলেন।

এই অকালমৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রবাসে থাকা স্বজনরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন এলাকাবাসী, যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow