ছাত্রদল নেতা রাব্বিসহ ১০ শহীদের স্মরণে শোক র্যালি ও দোয়া

মাগুরার রাজপথ সোমবার (৪ আগস্ট) পরিণত হয়েছিল শোকের মিছিলে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দশ বীর শহীদের স্মরণে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল শোক র্যালি, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের পারনান্দ্রয়ালী এলাকা থেকে শুরু হওয়া এই র্যালিতে বিএনপি এবং এর সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। শহীদদের স্মরণে লেখা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এবং স্লোগানে স্লোগানে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শোকের এই মিছিলটি যখন শহর প্রদক্ষিণ করছিল, তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
র্যালিটি ঢাকা রোড সুইসগেট প্রাঙ্গণে এসে শেষ হয়, যেখানে এক আবেগঘন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখতে গিয়ে নেতারা বলেন, "শহীদ রাব্বিসহ দশ শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করাই এখন আমাদের প্রধান দায়িত্ব।"
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব কিশোর, হাসান ইমাম সুজা, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রহিম এবং ছাত্রদল নেতা শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
What's Your Reaction?






