খোকসায় ভেজাল কীটনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্টের জরিমানা

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া
Apr 22, 2025 - 10:36
 0  12
খোকসায় ভেজাল কীটনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্টের জরিমানা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভেজাল কৃষি ঔষধ ও কীটনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে পৌরবাজারে অবস্থিত 'গণেশের সার ও কীটনাশক' দোকানে এ অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী দোকান মালিক গণেশ চন্দ্রের ছেলে পিয়াস চন্দ্রকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন বলেন, “ভেজাল পণ্য কৃষিতে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ আবারও প্রমাণিত হলে সংশ্লিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হবে এবং অর্থদণ্ডের পাশাপাশি অন্যান্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow