খাগড়াছড়িতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেইফটি দিবস উদযাপন

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
May 2, 2025 - 00:05
 0  2
খাগড়াছড়িতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেইফটি দিবস উদযাপন

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছিতে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫।

বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের প্রতিনিধি, বিভাগীয় বন কর্মকর্তা, এনএসআই-এর যুগ্ম পরিচালক, জেলা বিএনপির প্রতিনিধি, খাগড়াছড়ি প্রেসক্লাব প্রতিনিধি, পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

আলোচনায় বক্তারা খাগড়াছড়ির পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। ফুটপাত দখলমুক্তকরণ, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, পর্যটন রোড ও মহাসড়ক প্রশস্তকরণ এবং ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের শহরে প্রবেশ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তারা বলেন, শ্রমজীবী মানুষের নিরাপত্তা, মর্যাদা ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে শ্রমিক-মালিক ও সরকারের সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow