নওগাঁয় ছাত্রী ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

নওগাঁয় একটি স্কুলের প্রধান শিক্ষককে তারই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাব ও স্থানীয় থানার যৌথ অভিযানে বৃহস্পতিবার নাটোরের বনপাড়া থেকে অভিযুক্ত আকরাম হোসেন মণ্ডলকে আটক করা হয়। অভিযুক্ত পালিয়ে থাকার পর তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন ১৬ বছর বয়সী ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ে করতে অস্বীকার করলে গত বুধবার ছাত্রীর বাবা মান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আকরাম হোসেন পলাতক ছিলেন।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক আকরাম হোসেন পূর্বে দুইবার বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। স্কুলে থাকাকালীন তিনি মেয়েটিকে বারবার উত্ত্যক্ত করতেন এবং পরীক্ষায় ফেল করার হুমকি দিতেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ২৬ মার্চ স্কুলের একটি অনুষ্ঠানের পর তিনি মেয়েটিকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এবং বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে তাকে আটকে রাখেন। ২৯ এপ্রিল বিয়ে করতে অস্বীকার করে মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে পরিবারটি আইনের শরণাপন্ন হয়।
এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, তিনি অশিক্ষিত হওয়ায় বিয়ের কাগজপত্র বুঝতে পারেননি। স্থানীয় এক ব্যক্তির পরামর্শে তিনি সই করলেও পরে বিয়ের নকল নিতে গেলে আকরাম হোসেন টালবাহানা শুরু করেন। একপর্যায়ে মেয়েটি ঘটনা পরিবারকে জানালে তারা আইনি ব্যবস্থা নেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রমাণ অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
What's Your Reaction?






