আশুগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ আটক ১

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Jul 16, 2025 - 21:23
 0  4
আশুগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ আসাদ মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি উপজেলার চর চারতলা গ্রামের মানিক মিয়ার ছেলে।

বুধবার (১৬ জুলাই) ভোররাতে উপজেলার চর চারতলা গ্রামের আলাল শাহ মাজারের পাশ থেকে যৌথবাহিনী তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয় আমেরিকায় তৈরি একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি।

যৌথবাহিনীর সূত্রে জানা যায়, আশুগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল ছাত্রজনতার ওপর হামলার একাধিক মামলার আসামি ও সরাইল-আশুগঞ্জ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মইন উদ্দিন মঈনের সহযোগী সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় সাদ্দাম পালিয়ে গেলে তার বড় ভাই আসাদ মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পরই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, যৌথবাহিনীর অভিযানে আটক আসাদ মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow