আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় সদর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক আলমগীর গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক মো. আলমগীর হোসেন (৫৫)-কে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেজিডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন বুলবুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সদর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেন বেজিডাঙ্গা গ্রামের মরহুম ইমাম হোসেনের ছেলে।
জানা যায়, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা বিএনপি-সমর্থক দিনমজুর লাভলু সরদার। ওই মামলায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়, পাশাপাশি আড়াই থেকে তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
মামলার সূত্র ধরে এরইমধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের একাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ জামিনে মুক্ত হলেও অনেকেই এখনো জেলহাজতে রয়েছেন।
ওসি মো. শাহ্ জালাল আলম বলেন, “বিস্ফোরক মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রবিবার তাকে আদালতে পাঠানো হবে।”
What's Your Reaction?






