আলফাডাঙ্গায় আশিক একাডেমির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

What's Your Reaction?







সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় আশিক একাডেমির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে একাডেমির কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিক একাডেমির উপদেষ্টা ও উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মিয়া রাকিবুল। সঞ্চালনা করেন একাডেমির পরিচালক আশিকুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আশিক একাডেমির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে আয়োজন শেষ হয়।
Apr 14, 2025 0 232
Apr 21, 2025 0 149
Apr 15, 2025 0 129
Apr 14, 2025 0 112
Apr 26, 2025 0 104
May 2, 2025 0 1
May 2, 2025 0 76
May 2, 2025 0 2
May 2, 2025 0 4
May 2, 2025 0 2
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।