আমিনবাজারে প্রাইভেট কারসহ ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

ঢাকা জেলার সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকা থেকে একটি প্রাইভেট কার ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর)। বুধবার (২১ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের দিকনির্দেশনায় এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটি-২০২৫ এর সাধারণ সম্পাদক হিসেবে তাঁর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরা।
গ্রেফতার হওয়া দুই মাদক কারবারি হলো— মোঃ রস্তম (৪৫), পিতা-মৃত নুর মোহাম্মদ খন্দকার, মাতা-মৃত হাজেরা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা বরিশালের গৌরনদী থানার পিংঘিলা কাঠি গ্রামে হলেও বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচর এলাকায় বসবাস করতেন। অপর আসামি মোঃ ইয়াকুব আলী (৪২), পিতা-মৃত সুলতান পাটোয়ারী, মাতা-ফরিদা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা কুমিল্লার বড়ুয়া থানার বাকসার দক্ষিণপাড়া গ্রামে হলেও তিনি বর্তমানে মোহাম্মদপুর থানার আসাদ এভিনিউর একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ফেন্সিডিলের ৯৪টি বোতল উদ্ধার করা হয়। আটক দুই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?






