থানচিতে কারিতাসের ত্যাগ ও সেবা সপ্তাহে ধর্মীয় গুরুদের মিলনমেলা

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
May 21, 2025 - 19:55
 0  6
থানচিতে  কারিতাসের ত্যাগ ও সেবা সপ্তাহে ধর্মীয় গুরুদের মিলনমেলা

বান্দরবানের থানচিতে অনুষ্ঠিত হলো ত্যাগ ও সেবা সপ্তাহ উপলক্ষে ধর্মীয় গুরুদের অংশগ্রহণে এক হৃদয়ছোঁয়া মিলনমেলা। বুধবার (২১ মে) সকাল ১০টায় স্থানীয় কারিতাস কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের সিপিপি-পিএইপি-২ প্রকল্পের আওতায়।

‘এগ্রো, বিশ্বাস, আপার—একসাথে যাত্রা করি’ ও ‘ত্যাগ ও সেবা অভিযান-২০২৫’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মিলনমেলায় ইসলাম, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের ধর্মগুরুগণ একত্রিত হয়ে ত্যাগ, সেবা ও মানবতার চর্চা নিয়ে বক্তব্য দেন।

খ্রিস্টান ধর্মের আলোকে শান্তিরাজ কাথলিক ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার নিকোলাস নকরেক সিএসসি বলেন, “ত্যাগ ও সেবা মানবজীবনের মহৎ গুণ। পরিবার থেকেই আমরা ভালোবাসা, ত্যাগ ও সেবার শিক্ষা পাই। অন্যের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা থাকা মানবিক সমাজ গঠনের ভিত্তি।”

ইসলাম ধর্মের আলোকে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আনিছ উল্লাহ বলেন, “রমজানের রোজা শুধু উপবাস নয়, এটি ধৈর্য, সহানুভূতি ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আমাদের উচিত সমাজের দুঃখী মানুষের পাশে থাকা ও দান করার মাধ্যমে সেবা প্রদান করা।”

বৌদ্ধ ভিক্ষু উঃ ইউ চারা বলেন, “বৌদ্ধ ধর্মে সামাজিক দান ও সেবামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিংসা, অহংকার ও লোভ পরিহার করে ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি অর্জন করতে হবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাসের মাঠ সহায়ক নুম্রাউ মারমা। স্বাগত বক্তব্য রাখেন মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা। তিনি ‘ত্যাগ ও সেবা অভিযান-২০২৫’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং জানান, এ কার্যক্রম আগামী ৩১ মে ২০২৫ খ্রিস্টাব্দে শেষ হবে।

এই মিলনমেলা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে, যেখানে একসাথে হাঁটার বার্তা দিয়েছেন দেশের চারটি ধর্মের গুরুগণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow