থানচিতে কারিতাসের ত্যাগ ও সেবা সপ্তাহে ধর্মীয় গুরুদের মিলনমেলা

বান্দরবানের থানচিতে অনুষ্ঠিত হলো ত্যাগ ও সেবা সপ্তাহ উপলক্ষে ধর্মীয় গুরুদের অংশগ্রহণে এক হৃদয়ছোঁয়া মিলনমেলা। বুধবার (২১ মে) সকাল ১০টায় স্থানীয় কারিতাস কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের সিপিপি-পিএইপি-২ প্রকল্পের আওতায়।
‘এগ্রো, বিশ্বাস, আপার—একসাথে যাত্রা করি’ ও ‘ত্যাগ ও সেবা অভিযান-২০২৫’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মিলনমেলায় ইসলাম, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের ধর্মগুরুগণ একত্রিত হয়ে ত্যাগ, সেবা ও মানবতার চর্চা নিয়ে বক্তব্য দেন।
খ্রিস্টান ধর্মের আলোকে শান্তিরাজ কাথলিক ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার নিকোলাস নকরেক সিএসসি বলেন, “ত্যাগ ও সেবা মানবজীবনের মহৎ গুণ। পরিবার থেকেই আমরা ভালোবাসা, ত্যাগ ও সেবার শিক্ষা পাই। অন্যের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা থাকা মানবিক সমাজ গঠনের ভিত্তি।”
ইসলাম ধর্মের আলোকে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আনিছ উল্লাহ বলেন, “রমজানের রোজা শুধু উপবাস নয়, এটি ধৈর্য, সহানুভূতি ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আমাদের উচিত সমাজের দুঃখী মানুষের পাশে থাকা ও দান করার মাধ্যমে সেবা প্রদান করা।”
বৌদ্ধ ভিক্ষু উঃ ইউ চারা বলেন, “বৌদ্ধ ধর্মে সামাজিক দান ও সেবামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিংসা, অহংকার ও লোভ পরিহার করে ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি অর্জন করতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাসের মাঠ সহায়ক নুম্রাউ মারমা। স্বাগত বক্তব্য রাখেন মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা। তিনি ‘ত্যাগ ও সেবা অভিযান-২০২৫’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং জানান, এ কার্যক্রম আগামী ৩১ মে ২০২৫ খ্রিস্টাব্দে শেষ হবে।
এই মিলনমেলা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে, যেখানে একসাথে হাঁটার বার্তা দিয়েছেন দেশের চারটি ধর্মের গুরুগণ।
What's Your Reaction?






