আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করলে নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো - শামীম সাঈদী

"আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করলে নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ"—এই দৃপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে পিরোজপুরের রাজনৈতিক মাঠে নিজেদের সরব উপস্থিতি জানান দিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী।
শনিবার (২৬ জুলাই) সকালে নেছারাবাদের তৃনা কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশাল মতবিনিময় ও কর্মী সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। দীর্ঘদিন পর এমন একটি প্রকাশ্য আয়োজনে জেলা ও উপজেলার বিভিন্ন স্তর থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।
নেছারাবাদ উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শামীম সাঈদী বলেন, "গত এক বছর আগে আমরা জুম মিটিংয়ে কথা বলেছিলাম, কিন্তু আজ এতো সংখ্যক নেতা-কর্মী সঙ্গে নিয়ে প্রকাশ্যে কথা বলতে পেরে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি।"
এলাকার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, "নেছারাবাদ একটি প্রত্যন্ত অঞ্চল, এখানে বিভিন্ন পাকা রাস্তা ও ব্রিজের প্রয়োজন রয়েছে। আপনারা প্রত্যেক ইউনিয়ন থেকে তথ্য সংগ্রহ করে আমাদের জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করব। বেকারত্ব দূর করার জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।"
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহ আল মাহমুদ এবং ঢাকাস্থ নেছারাবাদ উপজেলা সেক্রেটারি আল-আমিন সবুজসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মনে করেন, এই ধরনের মতবিনিময় সভা গ্রামাঞ্চলের উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সরকারি উন্নয়ন পরিকল্পনার সাথে সমন্বয় করে কাজ করলে তা স্থানীয় মানুষের জন্য আরও বেশি ফলপ্রসূ হবে।
What's Your Reaction?






