আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলীকদমে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ
May 1, 2025 - 17:43
 0  3
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলীকদমে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

আলীকদম উপজেলা, বান্দরবান: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) আলীকদম উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির মর্যাদায় বিকাল ৪টায় উপজেলা চৌমুহনী থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলীকদম প্রেসক্লাবের সামনে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মোঃ ছুরুত আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনসার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দলের সদস্য সচিব মোঃ নুরুল আফছার ছোটন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল বশর, সেচ্চাসেবক দলের সদস্য সচিব সন্তোষ কান্তি দাস, কৃষক দলের সদস্য সচিব মোঃ আব্দু শুক্কুর এবং সদর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আবু হানিফ। মহিলা দলের সেক্রেটারি রেহেনা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব দলের সাবেক সাংগঠনিক যুবনেতা মোঃ মোস্তফা কামাল, সাবেক ছাত্রদল সভাপতি সরুয়ার জাহান এবং বান্দরবান কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম মামুন।

বক্তারা এসময় বলেন, শ্রমিক শ্রেণির ন্যায্য মজুরি, কর্মঘণ্টা হ্রাস ও মর্যাদার স্বীকৃতি আদায়ে সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা ও সংগঠিত আন্দোলনের বিকল্প নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow