আখালিয়া নদী পুনঃখনন: ফুলবাড়িয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া প্রতিনিধি, ময়মনসিংহঃ
May 4, 2025 - 23:40
 0  12
আখালিয়া নদী পুনঃখনন: ফুলবাড়িয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়ার আখালিয়া নদী পুনঃখনন কাজের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) সন্ধ্যায় ফুলবাড়িয়া থানা চত্বরে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান।

সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, সাবেক ভাইস চেয়ারম্যান কবীর হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাখন, ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর বিএনপির সদস্য মো. আজাহারুল আলম রিপন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, মহানগর যুবদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পারোয়ার হোসেন পিন্টু, কৃষক দলের আহ্বায়ক মীর শিখন, যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম রাসেল এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন।

সভায় আখালিয়া নদী পুনঃখনন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ নদীটির যথাযথ সংস্কার ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

সভা শেষে জানানো হয়, এ বিষয়ে আরও বিস্তারিত মতবিনিময়ের জন্য পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথেও বৈঠক অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow