আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
Jul 19, 2025 - 20:06
 0  8
আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

“রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার”—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন 'আখাউড়া ব্লাড ফাউন্ডেশন'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী এই আয়োজন চলে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের হলরুমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম রাশেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন, এবং ডা. এএইচ মামুন ভূইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ও বিএমএসএফ আখাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন আহমেদ। তিনি অতিথিদের ধন্যবাদ জানিয়ে স্থানীয় স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট ছয়টি দাবির কথা তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধান, একটি স্থায়ী ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা, জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশন চালু, গরিব-অসহায় রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা, স্বল্পমূল্যে এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম এবং ছোটখাটো অপারেশনের ব্যবস্থা, এবং পূর্ণাঙ্গ রক্ত ও অন্যান্য পরীক্ষার সুবিধা। এসব দাবির লিখিত স্মারকলিপি অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও-র হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, আখাউড়া ব্লাড ফাউন্ডেশন গত দুই বছরে প্রায় ১,৪০০ রোগীকে রক্ত দিয়ে সহযোগিতা করেছে। সংগঠনটি তিন মাস পরপর ফ্রি ব্লাড ক্যাম্প আয়োজন করে, অসহায় রোগীদের চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার সামগ্রী প্রদান এবং বন্যার সময় শুকনো খাবার ও পুনর্বাসন সহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রবিন, ডাক্তার মো. লুৎফুর রহমান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা আসাদুজ্জামান খান, সংগঠনের নারী মডারেটর কাজী ইতু এবং বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত রক্তদাতা সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. বিল্লাল হোসেন, ছাত্রনেতা মো. আশরাফুল সরকার, আতিক হাসান পলাশ, মো. আরাফাত সরকার, হৃদয়, তুহিন, অমিত হাসান অপু, ইয়ামিন মিয়া সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জিএম রাশেদুল ইসলাম আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বিশেষ অতিথি ওসি মোহাম্মদ ছমিউদ্দিন সংগঠনের পাশে থাকার ঘোষণা দেন এবং তাদের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষে সমাজসেবামূলক অবদানের স্বীকৃতি হিসেবে অতিথিদের ও সদস্যদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে আগত অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow