আওয়ামী লীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ, এক যুগ পর সরকারি জমি উদ্ধার

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 11, 2025 - 12:51
 0  4
আওয়ামী লীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ, এক যুগ পর সরকারি জমি উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানীতে অভিযান চালিয়ে প্রায় এক যুগ ধরে দখল থাকা সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলার পত্তাশী তালুকদার বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা আওয়ামী লীগের এক নেতার নির্মিত আধা-পাকা ভবন ভেঙে দেওয়া হয়েছে।

অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান-বিন-মোহাম্মদ-আলী। জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার ২০১১ সালে ওই সরকারি জমিতে একটি আধা-পাকা ভবন নির্মাণ করেন। ভবনটি এতদিন ধরে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া ছিল। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে এই স্থাপনা নির্মাণ করেছিলেন।

দীর্ঘদিন ধরে স্থানীয়রা এ বিষয়ে একাধিকবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে বুধবারের অভিযানে ভবনটি ভেঙে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

এ বিষয়ে ভবনের মালিক মোয়াজ্জেম হোসেন হাওলাদার জানান, জমিটি সরকারি হলেও রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা রেখে তিনি ভবনটি নির্মাণ করেছিলেন। উচ্ছেদের সময় তিনি বা তার কোনো লোক উপস্থিত না থাকায় প্রশাসনকে বিষয়টি বোঝানো সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মোহাম্মদ-আলী বলেন, সড়কের রেকর্ডভুক্ত সরকারি জমি দখল করে অবৈধভাবে ভবনটি নির্মাণ করা হয়েছিল। অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এটি ভেঙে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow