সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নোয়াখালী প্রেস ক্লাবে মানববন্ধন

একুশে পদকপ্রাপ্ত দৈনিক 'আমার দেশ'-এর সম্পাদক ড. মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বক্তারা মোস্তফা কামালের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেস ক্লাবের সামনে "আমার দেশ" পাঠক মেলা, নোয়াখালী প্রেস ক্লাব ও নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিরা একাত্মতা প্রকাশ করেন।
'আমার দেশ'-এর নোয়াখালী প্রতিনিধি আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রহিম, দৈনিক সংগ্রামের প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি লিয়াকত আলী খান, এডভোকেট রবিউল হাসান পলাশ, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, সাপ্তাহিক চলতিধারা সম্পাদক এমবি আলম, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক, নিউজ ২৪ প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, যমুনা টিভির মোতাসিম বিল্লাহ সবুজ, দৈনিক কালবেলার মোজাম্মেল হোসেন, জনকণ্ঠের শাহাদাত হোসেন বাবু ও আলোকিত প্রতিদিনের প্রতিনিধি একেএম ফারুক হোসেন।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, আজকাল পত্রিকার সম্পাদক সাজ্জাদ হোসেন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি এ কে এম আনোয়ার তোহা, সাংবাদিক নুর রহমান, কামরুল কানন, এসএম রিজোয়ান, জুয়েল রানা লিটন, এম এস জামাল, নাসিম শুভ, গোলাম কিবরিয়া রাহাতসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ড. মাহমুদুর রহমান একজন দেশপ্রেমিক মজলুম সম্পাদক। তিনি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের অগ্রসৈনিক এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। বক্তারা অভিযোগ করে বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর" মোস্তফা কামালের দায়েরকৃত মিথ্যা মামলার মাধ্যমে মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।
তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাহমুদুর রহমান বারবার মিথ্যা মামলায় কারাবরণ করেছেন, তাঁর ওপর চালানো হয়েছে অবর্ণনীয় নির্যাতন। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার, ক্ষতিপূরণ প্রদান এবং দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা দাবি করেন, মাহমুদুর রহমান ও 'আমার দেশ'-এর বিরুদ্ধে সকল সন্ত্রাসী হামলা ও ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং একটি অবাধ, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় সকল বাধা অপসারণ করতে হবে।
What's Your Reaction?






