মাগুরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এ স্লোগানকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
জেলা প্রশাসন মাগুরা ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, মাগুরার উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তোজাম্মেল হোসেন, মাগুরা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, আহ্বায়ক এহসানুল হক পলাশ, বিএনপি সদস্য সোহেল মোল্লা, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবু কালাম, ছাত্র সমন্বয়ক রাকিব হোসেনসহ অনেকে।
মেলায় বিভিন্ন স্টলে দেশি ফলের সমারোহ লক্ষ করা গেছে। আম, কাঁঠাল, পেঁয়ারা, কদবেল, আনারস, আমড়া, কলা, পেঁপে, দেশি খেজুর, আদা, হলুদ, আলুবোখারা সহ নানা প্রজাতির দেশি ফল প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
তিন দিনব্যাপী এ মেলা আগামী ২১ জুন পর্যন্ত চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ