মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের খর্দ্দফুলবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আবিদ শেখ (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে খর্দ্দফুলবাড়ী রাস্তা ধরে যাচ্ছিল আবিদ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি টানা ট্রাক্টর তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবিদ খর্দ্দফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে স্থানীয় দিনমজুর ও রাজমিস্ত্রি মো. ওবায়দুল্লাহ শেখের কনিষ্ঠ পুত্র। দুর্ঘটনার পরপরই ট্রাক্টর চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
What's Your Reaction?






