মহম্মদপুরে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস পালিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
May 1, 2025 - 18:58
May 1, 2025 - 19:23
 0  4
মহম্মদপুরে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস পালিত

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১ মে) মাগুরার মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫।

বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক এ দিনে মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্রমজীবী মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, প্রেসক্লাব মহম্মদপুরের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক আনোয়ারুজ্জামান, সমাজসেবক মোঃ জিয়াউল হক বাচ্চু, নহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খালিদ হাসান (টোকন), মহম্মদপুর অটোভ্যান শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মিন্টু, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান মামুন, সিনিয়র সাংবাদিক এস. আর. এ. হান্নান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মে দিবসের ইতিহাস, গুরুত্ব এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow