মদনখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বাহারুল ইসলাম বাহার
What's Your Reaction?
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মদনখালী উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী মোঃ বাহারুল ইসলাম বাহার।
রবিবার (১ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ কমিটির অনুমোদন দেয়। অনুমোদিত কমিটির সদস্য সচিব করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজামাল এবং অভিভাবক সদস্য হয়েছেন মোঃ মোয়াজ্জেম হোসেন।
জানা গেছে, এই এডহক কমিটির মেয়াদ থাকবে ছয় মাস। এই সময়ের মধ্যে নিয়মিত গর্ভনিং বডি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রতিষ্ঠানটিকে।
উল্লেখ্য, এর আগের মেয়াদেও মদনখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন মোঃ বাহারুল ইসলাম বাহার।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Oct 24, 2025 0 313
Oct 29, 2025 0 256
Oct 27, 2025 0 197
Nov 6, 2025 0 150
Oct 31, 2025 0 117
Nov 6, 2025 0 4
Nov 6, 2025 0 2
Nov 6, 2025 0 3
Nov 6, 2025 0 4
Nov 6, 2025 0 3
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।