ভাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা দূর্ প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মক মিজানুর রহমান। সহকারী অধ্যাপক মোঃ হেদায়েত হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসির জোবায়ের,সহকারী অধ্যাপক মিয়া মোঃ এনায়েত হোসেন, অধ্যাপক ফিরোজুর রহমান,মোঃরাকিব হোসেন,সুভাষ মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ আশরাফ হোসেন, সংগঠনের গৌরাঙ্গ কুমার রায়, তাসজিদা হক,তাসলিমা ছিদ্দিকা প্রমুখ। বক্তারা বলেন,দুর্নীতির বিরুদ্ধে যে আইন আছে তা কঠোরভাবে কার্যকর করতে হবে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা, দুর্নীতি বিরুদ্ধে তরুণ সমাজকে কাজে লাগাতে হবে।দুর্নীতি একটা সামাজিক ব্যাধি, এটা একটি পাপ। দুর্নীতি দেশের সমস্ত উন্নয়নমূলক কর্মকান্ডগুলো নষ্ট করে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করে।
What's Your Reaction?
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি