বালিয়াকান্দিতে দু’গ্রুপের সংঘর্ষের জেরে বসতঘরে অগ্নিসংযোগ,নারীসহ আহত-৮  

মো: আজমল হোসেন,বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
Mar 13, 2024 - 23:03
Mar 13, 2024 - 23:31
 0  4
বালিয়াকান্দিতে দু’গ্রুপের সংঘর্ষের জেরে বসতঘরে অগ্নিসংযোগ,নারীসহ আহত-৮  

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটের সলিং দ্বারা পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ৮জন আহত হয়েছে। এসময় আগুনে একটি ঘর পুড়ে যায়। আহতদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন, জাহিদুল গ্রুপের আলেয়া বেগম, আহিদা বেগম, খালেক শেখ, আনিস শেখ, মিঠু শেখ গ্রুপের রবিউল শেখ, জহুরুল শেখ, শরিফ শেখ, সবুজ শেখ। 
বুধবার সকাল ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চর বিলধামু (বাকসাডাঙ্গী) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
স্থানীয়রা জানিয়েছেন, নারুয়া ইউনিয়ন পরিষদ থেকে সরকারী ভাবে নারুয়া বাজার স্লুইচ গেইট থেকে বাকসাডাঙ্গী চত্রা নদীর পাশ দিয়ে ইটের সলিং দ্বারা সড়ক নির্মাণ কাজের উদ্যোগ গ্রহণ করে। অনেক বাঁধার পর সড়কটির প্রায় নির্মাণ কাজ শেষ পর্যায়ে আসলেও চরবিলধামু এলাকায় জাহিদুল শেখ ও মিঠু শেখ গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ থাকায় জাহিদুল শেখরা সড়ক নির্মাণে বাঁধা দিয়ে আসছিল। এ নিয়ে সকালে মিস্ত্রিরা কাজ করতে আসলে বাঁধা দেয়। এতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
জাহিদুল শেখ বলেন, তার জায়গার উপর দিয়ে জোড়পূর্বক সড়ক নির্মাণ করতে যায। বাঁধা দিলে মারপিট করাসহ ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। মঙ্গলবার এ নিয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়।
মিঠু শেখ বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ইটের সলিং দ্বারা সড়ক নির্মাণ করছিল। এসময় জাহিদুল শেখের নেতৃত্বে লোকজন মিস্ত্রিদের কাজে বাঁধা দেওয়া সহ লাঞ্ছিত করে। আমরা প্রতিবাদ করায় হামলা চালিয়ে আহত করে। নিজেদের ঘরে নিজেরা আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে। 
নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সড়ক নির্মাণ কাজে বাঁধা প্রদান করে। এতে স্থানীয় দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন সহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে আসেন। পরে উপজেলা চেয়ারম্যান দু’পক্ষের সাথে কথা বলে বিষয়টি স্থানীয় ভাবে বসে মিমাংসার আশ্বাস দিয়েছেন। 
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow