প্রতিপক্ষের বৈঠার আঘাতে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবীর লাশ উদ্ধার
মধুমতি নদীতে মাছ ধরার সময় প্রতিপক্ষের আঘাতে নদীতে পড়ে নিখোঁজ হওয়া মৎস্যজীবী সৌখিন খান (৩৮)–এর মৃতদেহ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ। শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার চরপাচুড়িয়া খেয়াঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সৌখিন খান মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা চরপাড়া গ্রামের মৃত ছাত্তার খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ফরিদপুরের বোয়ালমারী ও মাগুরার মহম্মদপুর সীমান্তবর্তী মধুমতি নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মৃত সোলেমান মোল্যার ছেলে জব্বার মোল্যা (৩৭) বৈঠা দিয়ে সৌখিন খানকে আঘাত করেন। এতে তিনি নদীতে পড়ে যান এবং নিখোঁজ হন।
পরদিন বৃহস্পতিবার (২৬ জুন) ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে স্রোতের তীব্রতার কারণে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার সকালে নদীর ঘাট এলাকা থেকে ভেসে ওঠা লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে নদী পাড়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “নিখোঁজ সৌখিন খানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঘটনার পর থেকে অভিযুক্ত জব্বার মোল্যা পলাতক রয়েছে। পুলিশ তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ