ডিজিটাল স্কিল বাড়াতে চুক্তিবদ্ধ বেরোবি-জিআইজেড
শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ও জার্মানভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জিআইজেড-এর ‘ডিজিটাল স্কিলস টু সাকসিড (DS2S)’ প্রকল্পের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল, ২০২৫) সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর ব্র্যাক সিডিএম সেন্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এবং জিআইজেড-এর পক্ষে প্রকল্প প্রধান ড. ক্রিস্টিয়ান বখম্যান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ মাইক্রোক্রেডেনশিয়াল কোর্স চালুর পরিকল্পনা রয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল দক্ষতা অর্জনে সহায়তা করবে। স্বল্পমেয়াদি এসব কোর্সে প্রযুক্তি অনুষদের বাইরের শিক্ষার্থীরাও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত ধারণা ও দক্ষতা অর্জন করতে পারবেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জিআইজেড-এর প্রজেক্ট ডিরেক্টর সাবরিনা গারসিয়া, এবং ‘ডিজিটাল স্কিলস টু সাকসিড’ প্রকল্পের এডুকেশন ও ইয়ুথ অ্যাডভাইজার রুমানা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ