১৩ বছর বয়সী শরিফুল মাত্র ৬ মাসে পূর্ণ কুরআন হিফজ

আশিকুর রহমান, মিঠাপুকুর প্রতিনিধি, রংপুরঃ
May 21, 2025 - 19:01
 0  6
১৩ বছর বয়সী শরিফুল মাত্র ৬ মাসে পূর্ণ কুরআন হিফজ

রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঈদুলপুর গ্রামে জন্ম নেওয়া ১৩ বছরের কিশোর শরিফুল ইসলাম মাত্র ছয় মাসে পবিত্র কুরআন মাজিদ হিফজ (মুখস্থ) করে এলাকায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তার এই ব্যতিক্রমধর্মী সাফল্যে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, শরিফুল যখন মাত্র সাত বছরের শিশু, তখনই বাবা আজিজার রহমান মারা যান। এরপর পিতৃহীন এই মেধাবী শিশুর পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। ঠিক সেই সময়ে পাশে দাঁড়ান দারুত তাকওয়া মডেল মাদ্রাসার পরিচালক মুফতী হাসান আহমেদ আফেন্দী। তিনি ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে সম্পূর্ণ ব্যক্তিগত খরচে শরিফুলের শিক্ষার দায়িত্ব নেন।

পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও যত্নের মধ্য দিয়ে শরিফুল মাত্র ছয় মাসের অভাবনীয় সময়ের মধ্যেই পুরো কুরআন হিফজ সম্পন্ন করে। বর্তমানে সে উপজেলার জায়গীরহাট পুরাতন গরুহাটি সংলগ্ন দারুত তাকওয়া মডেল মাদ্রাসায় অধ্যয়ন করছে।

এই অল্প সময়ে শরিফুলের কীর্তি মাদ্রাসা ও এলাকাজুড়ে গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার এই সাফল্যে এলাকাবাসী অত্যন্ত উচ্ছ্বসিত এবং অনেকেই তাকে দেশব্যাপী পরিচিত মুখ হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।

মাদ্রাসার পরিচালক মুফতী হাসান আহমেদ আফেন্দী বলেন, “আমি শরিফুলের পড়ালেখার প্রতি আগ্রহ দেখে সত্যিই অবাক হয়েছি। তার এই অসাধারণ অর্জনে দারুত তাকওয়া মডেল মাদ্রাসার নাম আলোকিত হয়েছে। আমি তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।”

এলাকাবাসী বলছেন, কঠিন পরিস্থিতিতে থেকেও শরিফুল যেভাবে অধ্যবসায় আর নিষ্ঠা দিয়ে এই অর্জন করেছে, তা নিঃসন্দেহে অন্যান্য শিক্ষার্থীদের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা শরিফুলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow