গঙ্গাবর বাজারে যুবক হত্যায় তিন সন্ত্রাসী গ্রেপ্তার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Apr 30, 2025 - 12:39
 0  2
গঙ্গাবর বাজারে যুবক হত্যায় তিন সন্ত্রাসী গ্রেপ্তার
নিহত শাকিল

নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াছিন আরাফাত ওরফে শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের মোরশেদ আলম (২৫), মো. জীবন (২৪) ও মো. মনির (২২)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান।

এর আগে, সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত শাকিল ধীতপুর গ্রামের মো. সোলাইমান খোকনের ছেলে। তিনি একজন থাই অ্যালুমিনিয়াম মিস্ত্রি ছিলেন এবং পাশাপাশি একটি চায়ের দোকান চালাতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় শাকিলসহ কয়েকজন ইসলামিয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ একটি সিএনজি চালিত অটোরিকশায় করে পাঁচজন অস্ত্রধারী এসে এক তরুণ লাবিবকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে এবং তার ছোট ভাই শুভকে (২৫) কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

হত্যার পর স্থানীয় জনতা ধাওয়া করে তিন সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে।

নিহত শাকিলের পরিবার জানায়, জীবিকার প্রয়োজনে তিনি সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিছুদিন আগে ঢাকায় গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন। আগামী ২ মে তাঁর ফ্লাইট ছিল। তার সাত মাস বয়সী একটি কন্যাশিশু রয়েছে।

পরিদর্শক হাবীবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি বুলেট উদ্ধার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে একটি ডোবায় সেচ দিয়ে তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে, পুলিশ সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow