আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামিসহ গ্রেফতার ৫ জন

নওগাঁর আত্রাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় এক মহিলা মাদ্রাসার সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার (২২ জুন) আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবায়দুল করিম জানান, শুক্রবার রাতে উপজেলার একটি মহিলা মাদ্রাসায় ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন মাদ্রাসার সুপার নুরনবী (৪৫)। ভিকটিমের মা পরদিন শনিবার দুপুরে আত্রাই থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে সুপার নুরনবীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তিনি উপজেলার বাঁকা গ্রামের মীর আকবর আলীর ছেলে ও সদুপুর মহিলা মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।
একই রাতে পৃথক আরেক অভিযানে উপজেলার পতিসর গ্রামে আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী জিতেন বাঁশফোরের স্ত্রী পার্বতি বাঁশফোর, মেয়ে মাধবী বাঁশফোর ও ছেলে রাজন বাঁশফোরকে গ্রেফতার করা হয়। অপরদিকে, উপজেলার মহনঘোষ গ্রামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলামের ছেলে রুবেল প্রামানিককেও গ্রেফতার করে পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, “ধর্ষণচেষ্টা মামলার আসামিসহ অন্যান্য পরোয়ানাভুক্তদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
What's Your Reaction?






