বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বরিশালের আগৈলঝাড়ায় শ্রীমতী মাতৃ মঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোল্লা বশির আহমেদ পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব লিখন বনিক। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ায় অগ্রগতি নিশ্চিত করতে মা-অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের পড়াশোনার প্রতি খোঁজখবর রাখলে তারা পড়াশোনায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতা নিরূপণ করে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে তা দূর করতে হবে। এতে শুধু শিক্ষার্থীর ফলাফল ভালো হবে না, বিদ্যালয়ের সুনামও বৃদ্ধি পাবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদ সরদার। উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, একাডেমিক প্রধান প্রাণ কুমার ঘটক, সরকারি আগৈলঝাড়া কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ কামরুজ্জামান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দসহ অনেকে।
সমাবেশে বক্তারা শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
What's Your Reaction?






