লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ১৭ বছর পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যেমন ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে, তেমনি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষ গ্রহণ করেছে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তা ব্যবস্থা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের ‘বিজি-২০২’ (BG-202) ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দেবেন। বোয়িং উড়োজাহাজে পরিচালিত এই ফ্লাইটটি বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) উড্ডয়ন করবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটি আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে এক ঘণ্টার ‘গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড’ বা বিরতি শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে এবং বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
উচ্চপর্যায়ের এই যাত্রীর ভ্রমণ নির্বিঘ্ন করতে ফ্লাইটটির ওপর বিশেষ নজরদারি আরোপ করেছে বিমান কর্তৃপক্ষ। ফ্লাইট অপারেশন কন্ট্রোল, কেবিন সার্ভিস এবং গ্রাউন্ড হ্যান্ডলিং বিভাগের মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া শেষ মুহূর্তে কেবিন ক্রু মোতায়েনের ক্ষেত্রেও প্রয়োজনীয় রদবদল ও সমন্বয় করা হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত টার্মিনালে যাত্রী ব্যতীত কোনো দর্শনার্থী বা স্বজন প্রবেশ করতে পারবেন না। যাত্রীসেবা ও এয়ারসাইড কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আগামীকাল বিমানবন্দর এলাকা, এয়ারপোর্ট রোড, গুলশান সংযোগ সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ব্যাপক জনসমাগম ও যানজটের আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ভোগান্তি এড়াতে আগামীকাল ভ্রমণকারী দেশি-বিদেশি যাত্রীদের নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগে হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ