আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান এবং নিরাপদ ও বৈধ অভিবাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও শেখ আলাউল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ভূমিকা অপরিসীম। তবে শুধু জনশক্তি রপ্তানি করলেই হবে না, দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠাতে হবে। কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে ব্যক্তিগত আয় যেমন বাড়বে, তেমনি দেশের সম্মানও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই যেন কেউ দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে বিদেশে না যান—এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমানে প্রবাসীদের কল্যাণ ও তাদের পরিবারের সুরক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রবাসীরা আমাদের ‘রেমিট্যান্স যোদ্ধা’; তাদের যেকোনো সমস্যায় উপজেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে প্রবাসী ভাই-বোনদের দেশপ্রেম, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানানো হয়।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ