আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবসে তিন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Dec 9, 2025 - 20:57
 0  9
আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবসে তিন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান

ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস-২০২৫ এবং অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। তিনি বলেন, বেগম রোকেয়ার আদর্শ নারীর অধিকার, শিক্ষা ও মুক্তচিন্তার শক্তিশালী ভিত্তি গড়ে দেয়। আজকের নারীরা সক্ষমতা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস নিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। অদম্য নারী পুরস্কার তাদের সংগ্রাম, সাফল্য ও অবদানকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু,উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মাসুদুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবীরএবং সাংবাদিক মো. সেকেন্দার আলম প্রমুখ।

নারীর অগ্রগতি, সংগ্রাম এবং সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন নারীকে ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ প্রদান করা হয়। তারা হলেন সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোসাঃ স্বপ্না বেগম,
নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে নতুন জীবন শুরুকারী নারী তহমিনা এবংসফল জননী নারী রওশন আরা বেগম।

মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুরস্কার প্রাপ্ত তিন নারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। বেগম রোকেয়ার শিক্ষা, সচেতনতা ও সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড আজও অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে।

অনুষ্ঠানে নারী নেত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজনটি নারীর অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow