নগরকান্দায় বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা
ফরিদপুরের নগরকান্দায় বেগম রোকেয়া দিবস ২০২৫ নানা আয়োজনে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় দিবসটি পালনের মূল অনুষ্ঠান। মহিলা বিষয়ক কর্মকর্তা কাকলি দত্তের সভাপতিত্বে এবং দুর্নীতি দমন কমিশনের সদস্য রোজির সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরাজ শারবীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. জয়দেব, আন্তর্জাতিক দুর্নীতি দমন কমিশন নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবলু, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেত্রীরা। অতিথিরা বেগম রোকেয়ার জীবন ও কর্ম তুলে ধরে নারীর অধিকার, শিক্ষা ও সাম্য প্রতিষ্ঠায় তাঁর অবদান সম্পর্কে আলোকপাত করেন।
দিবসটি উপলক্ষে ২০২৫ সালের ‘অদম্য নারী পুরস্কার’-এ পাঁচ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে তাছলীম বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. রুবিনা আক্তার, সফল জননী নারী হিসেবে নিলুফা বেগম, নির্যাতনের দুস্বপ্ন কাটিয়ে জীবন সংগ্রামে বিজয়ী নারী হিসেবে মোসাঃ সাদিয়া সুলতানা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী হিসেবে সম্মাননা পেয়েছেন মোসা. আমেনা বেগম।
সম্মাননাপ্রাপ্ত নারীরা সম্মাননা গ্রহণ শেষে বলেন, বেগম রোকেয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাঁরা সমাজ, পরিবার ও কর্মক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন। অতিথিরা পুরস্কারপ্রাপ্তদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে নারীদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
What's Your Reaction?
মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ