লামায় ওয়াজ-মাহফিল ও মুজাহিদ সম্মেলনে চরমোনাই পীর
বান্দরবানের লামায় বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ মাহফিল ও মুজাহিদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় লামা কেন্দ্রীয় পৌর বাসটার্মিনাল মাঠে প্রধান অতিথির বক্তব্য দেন চরমোনাই শায়খে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
বক্তব্যে তিনি বলেন, মানুষ এই পৃথিবীতে শুধু মহান আল্লাহর একত্ববাদ ও গোলামী করবে। অর্থ, ক্ষমতা বা বাড়িঘরের মালিক হলেই মহান রবের নিকট সম্মানী হওয়া যায় না। কুলি-মুজুরসহ যেকোনো শ্রেণি-পেশার মানুষ আল্লাহর দিদার লাভ করতে পারে। তিনি আরও বলেন, “সৎ মানুষের সঙ্গে থাকলে মানুষ সৎ হয়, আর অসৎ মানুষের সঙ্গে থাকলে অসৎ হওয়ার প্রবণতা বাড়ে। তাই সমাজে সৎ নেতৃত্ব ও নিষ্ঠাবান শাসক তৈরি করতেই হবে।”
চরমোনাই পীরের ব্যাপক জনপ্রিয়তায় মাহফিলকে ঘিরে শুরু থেকেই মানুষের ঢল নামে। সন্ধ্যা থেকেই ধর্মীয় আলোচনা, সংগঠনের বার্তা ও দেশের চলমান পরিস্থিতি কেন্দ্র করে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
যদিও তিনি রাজনৈতিক প্রসঙ্গে তেমন কিছু বলেননি, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হাত পাখা’ প্রতীকের প্রার্থী হিসেবে বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্য ও বাংলাদেশ ইসলামী আন্দোলন বান্দরবান জেলার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদকে পরিচয় করিয়ে দেন।
মাহফিলে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা মুজাহিদ কমিটির সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল বশর। এতে বক্তব্য দেন মুজাহিদ কমিটি চকরিয়া উপজেলা সভাপতি ও হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা ছরোয়ার আলম কুতুবী, মুফতি শওকাতুল ইসলাম, মুফতি মোবাশ্বের বীন আজাহার, মুফতি আবুল হাসানসহ আরও অনেকে। বক্তারা ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শৃঙ্খলা ও সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
রাত সাড়ে দশটায় আখেরি মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়। এ সময় চরমোনাই শায়খে হুজুর উপস্থিত সবাইকে তওবা পাঠ করান। এর আগে সন্ধ্যা থেকে কোরআন-হাদিসের তর্জমা ও আলোচনা করেন লামা মডেল মসজিদের খতিব মুফতি ইব্রাহীম সাদেকী এবং লামা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহীম নছিম।
What's Your Reaction?
মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ