ভাঙ্গায় হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের আয়োজনে সেলাই মেশিন বিতরণ

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 5, 2025 - 17:25
 0  22
ভাঙ্গায় হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের আয়োজনে সেলাই মেশিন বিতরণ

ফরিদপুরের ভাঙ্গায় হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ১২টি গ্রামের ৫৬ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, উপকারভোগী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল খাত্তাব চোকদার ও জহুরুল হক কল্লোল।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) চআসিফ ইকবাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, ফাতেমাতুজ্জোহরা (মিসেস আসিফ ইকবাল), প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বাহার, স্থানীয় আলীমুজ্জামান মধু, মোঃ নুরু মাতুব্বর এবং ফাউন্ডেশনের সদস্য মোঃ শহিদুল ইসলাম ও মোঃ ওবায়দুর রহমান।

ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, “সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে গরীব ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাদের সমাজে উচ্চাকাঙ্খা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি। এ ধরনের কর্মকাণ্ড সমাজে আশার বার্তা ছড়িয়ে দেয়।”

অতিরিক্ত পুলিশ সুপার চআসিফ ইকবাল বলেন, “বর্তমানে বেশিরভাগ কর্মকাণ্ডই নীতিবাচক হলেও, এমন ইতিবাচক কর্মসূচী দেখে আশাবাদী হতে হয়।”

প্রসঙ্গত, মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে কাজ করা অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রান্তিক মানুষের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, শিক্ষা বৃত্তি প্রদান, অটোভ্যান বিতরণ, শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ড্রেস বিতরণ, বৃক্ষরোপণ, কার্বন নিঃসরণ বন্ধে সচেতনতামূলক কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা। অনুষ্ঠানে বক্তারা এই ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow