লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবিতে আগৈলঝাড়ায় জামায়াতের বিক্ষোভ

মোঃ মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
Oct 30, 2025 - 12:43
 0  5
লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবিতে আগৈলঝাড়ায় জামায়াতের বিক্ষোভ

বরিশালের আগৈলঝাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের 'লগি-বৈঠার তাণ্ডবের' ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এদিন বিকেলে উপজেলার বিএইচপি একাডেমী মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ফজলুল হক, সহ-সেক্রেটারী ইমাম হোসেন, বাকাল ইউনিয়ন সভাপতি সাঈদ কবির এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে ২০০৬ সালের ওই সহিংস ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দায়ীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow