পোরশায় আলোচিত দুই ডাকাতি মামলায় আরও দুজন গ্রেপ্তার
নওগাঁর পোরশায় আলোচিত দুইটি ডাকাতি মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে লুণ্ঠিত মোবাইল ফোনসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
আটকরা হলেন- দিনাজপুর সদর উপজেলার ভাটপাড়া নোহনা গ্রামের মৃত হিরালাল চন্দ্র রায়ের ছেলে শংকর বাবু (২৮) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের আনরুলের ছেলে বিকাশ সিং (২২)।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলাগুলোর ঘটনায় ইতোমধ্যে একাধিক আসামি গ্রেপ্তার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয়দের মতে, পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশের উদ্যোগ ও তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ