পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে হারানো মোবাইল ফোন ও টাকা উদ্ধার পূর্বক হস্তান্তর

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 21, 2025 - 13:19
 0  3
পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে হারানো মোবাইল ফোন ও টাকা উদ্ধার পূর্বক হস্তান্তর

পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে ২৯টি হারানো মোবাইল ফোন,ছিনিয়ে নেওয়া ২৬,১৯০ টাকা ও ২টি ফেইক ফেসবুক একাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১অক্টোবর) বেলা ১১ টায় পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের  নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখায় কর্মরত পুলিশ সদস্যদের তৎপরতায়  উদ্ধারকৃত এসব মোবাইল ফোন,টাকা ও ফেইক ফেস বুক একাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট  হস্তান্তর করা হয়। 

জানা যায়,পিরোজপুর সদর থানায় ডিজি মূলে ৯টি, ইন্দুরকানী থানায় ৩টি, মঠবাড়িয়া থানায় ৭টি, নাজিরপুর থানায় ৬টি, ভান্ডারিয়া থানায় ২টি নেছারাবাদ থানায় ১টি কাউখালী থানায় ১টি সহ মোট ২৯টি হারানো মোবাইল ফোনের জিডি করা হয়। এসব জিডির সূত্র ধরে  বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করে তাদের নিকট থেকে ২৯টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এছাড়া বিগত ২২/৩ /২০২৫ ইং তারিখে পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান অভিজিৎ বিশ্বাস মালামাল ডেলিভারি করে অফিসে ফেরার পথে ভান্ডারিয়া থানাধীন তেলিখালী ইউনিয়নের ৬ নং গোলবুনিয়া পঞ্চায়েত বাড়ির সামনে গতিরোধ করে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ২৬,১৯০ টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে পাঠাও কুরিয়ার সার্ভিসের এরিয়া ম্যানেজার রেজভী হাসান পিরোজপুর  পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি দেরকে সনাক্ত করে তাদের নিকট হতে ছিনিয়ে নেয়া নগর ২৬,১৯০ টাকা,২টি ফেইক ফেসবুক একাউন্ট উদ্ধার করে ভিকটিমকে বুঝিয়ে দেওয়া হয়।  

এ ব্যাপারে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা ও আইসিটি শাখায় কর্মরত পুলিশ সদস্যদের তৎপরতায় এসব মোবাইল ফোন,টাকা ও ফেইক ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। পিরোজপুর জেলা পুলিশের এ রকম উদ্ধার জনিত কার্যক্রম অব্যাহত থাকবে এবং জেলা পুলিশ সব সময় জনগণের পাশে থেকে সমস্যার সমাধানে সচেষ্ট থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow