আলফাডাঙ্গা ক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা, সভাপতি ওমর আলী ও সম্পাদক হারুন অর রশিদ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আলফাডাঙ্গা ক্লাবের ২০২৫–২০২৭ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ হারুন অর রশিদ।
এছাড়া অর্থ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহাবুল আলম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হানিফ কাজী।
মোট ২৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আলফাডাঙ্গার তরুণ ও অভিজ্ঞ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ওমর আলী বলেন,আলফাডাঙ্গা ক্লাব শুধু বিনোদনের স্থান নয়, এটি হবে সমাজ উন্নয়ন ও মানবকল্যাণের একটি কেন্দ্রবিন্দু। সবাইকে সঙ্গে নিয়ে ক্লাবকে আরও গতিশীল করতে চাই।
সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন,আমরা একসাথে কাজ করব, আলফাডাঙ্গার তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।
অর্থ সম্পাদক মোঃ শাহাবুল আলম জানান,ক্লাবের আর্থিক স্বচ্ছতা ও কার্যক্রমের গতিশীলতার জন্য আমরা সবাই মিলেই কাজ করব।
নবনির্বাচিত নেতৃত্বের হাতে ক্লাবের কার্যক্রম আরও প্রসারিত হবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।
What's Your Reaction?






