স্মরণে ও শ্রদ্ধায় সাংবাদিক ফারুক: প্রথম মৃত্যুবার্ষিকীতে সহকর্মীদের স্মৃতিচারণ

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ
Aug 11, 2025 - 16:29
 0  2
স্মরণে ও শ্রদ্ধায় সাংবাদিক ফারুক: প্রথম মৃত্যুবার্ষিকীতে সহকর্মীদের স্মৃতিচারণ

আলোচনা, স্মৃতিচারণ আর দোয়ার মধ্য দিয়ে প্রয়াত সাংবাদিক এসএম রাহাত হোসেন ফারুককে স্মরণ করলেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক এই সহ-সভাপতির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (১০ আগস্ট) রাতে এক আবেগঘন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান। সভায় বক্তারা সাংবাদিক ফারুকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতিচারণ করেন। তার সততা, নিষ্ঠা এবং সাংবাদিকতার প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, ফরিদ হোসেন আশিক এবং বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ আতিয়ার রহমান, সোহেল মিয়া, মোঃ রফিকুজ্জামান লিটন, মনিরুল ইসলাম সিজার, মোঃ আনোয়ার হোসেন এবং ক্লাবের সদস্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এসএম রাহাত হোসেন ফারুক শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন একজন ভালো মানুষ এবং সহকর্মীদের কাছে অনুপ্রেরণার নাম। তার অকাল প্রয়াণে সাংবাদিক সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক ফারুকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। তার সহকর্মী ও বন্ধুদের এই উপস্থিতি প্রমাণ করে, তিনি তার কর্ম ও ব্যবহারের মাধ্যমে সবার হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow