সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলেসহ চারজন আটক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Apr 30, 2025 - 23:50
 0  32
সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলেসহ চারজন আটক

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরসহ পাঁচটি স্থানে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমেদের ছেলেসহ সংঘবদ্ধ অপরাধচক্রের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চিরুনি অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ইয়াবা এবং লাইসেন্সবিহীন দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটকৃতরা হলেন—উপজেলার ধুলজুড়ি গ্রামের বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমেদের ছেলে শাকিল আহমেদ (৩৮), আবু সাইদ শেখের ছেলে সোহাগ শেখ (২২), নিজামুদ্দিনের ছেলে মো. বরকত আহমেদ (২৫) ও হাবিবুর রহমানের ছেলে জাহিদ শেখ (৪০)।

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, আটককৃতদের বুধবার (৩০ এপ্রিল) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, দেশীয় অস্ত্র রাখা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী আর্মি ক্যাম্পের কমান্ডার ফাহিম হাসলায়েন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে বিশেষ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে ধুলজুড়ি গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরসহ একই এলাকার পাঁচটি স্থানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। দুর্গা মন্দিরের কালি ও শিব প্রতিমা পুড়ে যায়। একই সময়ে মন্দিরের পাশে সুজন সরকারের গোয়ালঘর, দেবাশীষ রায়ের করাতকল, জাহিদ শেখ ও আকবর মোল্যার রান্নাঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে আরও কয়েকটি ঘরবাড়ি।

আলফাডাঙ্গা থানার ওসি হারুন-অর রশীদ বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow