রোয়াংছড়িতে ২৫২ কেজি পোনা মাছ অবমুক্ত

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ
Aug 31, 2025 - 16:06
 0  6
রোয়াংছড়িতে ২৫২ কেজি পোনা মাছ অবমুক্ত

বান্দরবানের রোয়াংছড়িতে সরকারি কর্মসূচির অংশ হিসেবে ১৮টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ২৫২ কেজি উন্নত জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান কাউছার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন দেওয়ান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল আহমেদ, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ক্ষেত্র সহকারী মোহন কান্তি দাশ গুপ্ত প্রমুখ।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলা পরিষদ পুকুর, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় পুকুর, রোয়াংছড়ি থানা পুকুর, পাড়া সমিতির পুকুর, শ্যামা মন্দির পুকুরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ সময় ইউএনও মো. মেহেদী হাসান কাউছার বলেন, “২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১৮টি প্রাতিষ্ঠানিক পুকুরে ২৫২ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow